জামিন হয়নি জাবালে নূরের চালক জোবায়েরের

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের বাসচালক জোবায়েরের জামিন আবারও  নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 02:27 PM
Updated : 19 August 2018, 02:27 PM

মো. জোবায়ের

ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক রোববার শুনানি করে জামিন নামঞ্জুর করে জোবায়েরকে কারাগারে রাখার নির্দেশ দেন।

জোবায়েরের আইনজীবী রায়হান উদ্দিন শুনানিতে বলেন, “জোবায়ের ঘটনার সাথে জড়িত না, তাকে শত্রুতা করে মামলায় জড়ানো হয়েছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূরের একটি বাসের চাপায় নিহত হন দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব।

দিয়ার বাবা জাহাঙ্গীর আলম ফকির ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করলে র‌্যাব জাবালে নূরের ওই বাসের চালক মাসুম বিল্লাহ ছাড়াও সেখানে থাকা একটি পরিবহনের আরও দুই বাসের চালক জোবায়ের ও সোহাগ আলী এবং চালকের সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেন আর জাবালে নূর পরিবহনের অন্যতম মালিক মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে।

আসামিদের সবাইকেই পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট জোবায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।