ঢাকায় বাসের ধাক্কায় বাইক আরোহী আহত

ঢাকার সেনানিবাস থানা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 12:36 PM
Updated : 19 August 2018, 12:56 PM

রোববার ইসিবি ক্রসিং এলাকায় এই ঘটনার পর জনতা বাসটি ভাংচুর ও চালককে মারধর করে।  

আহত বাইক চালক আতিকুল ইসলামকে (২৪) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইক আরোহী অন্যজন ছিটকে পড়লেও তার জখম সামান্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বাস এবং এর চালককে আটক করেছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ৩টার দিকে মিরপুরগামী রবরব পরিবহনের একটি বাস ইসিবি ক্রসিং এলাকায় একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক এবং আরোহী দুজন ছিটকে পড়েন।”

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী আতিক ডান পায়ে গুরুতর জখম হন। তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই পথচারীরা বাসটি ভাংচুর করে এবং চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান পরিদর্শক মনিরুজ্জামান।

তিনি বলেন, “বাসটির কাগজপত্র এবং চালকের লাইসেন্স পরীক্ষার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”