সড়ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো: কাদের

দেশে সড়কের অবস্থা এখন ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে’ ভালো দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় ভোগান্তি গতবারের চেয়ে কম হবে বলে তিনি আশা করছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 11:09 AM
Updated : 19 August 2018, 11:09 AM

ঈদযাত্রার তৃতীয় দিন রোববার ঢাকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, “বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোনও সময়ের চাইতে এ সময় সড়কের অবস্থা অনেক ভাল। এটা আমি বলতে পারি।”

ঢাকা-টাঙ্গাইল সড়কে এবার যানজট নেই জানিয়ে সড়কমন্ত্রী বলেন, “যানজট হবে না এটা আমি বলব না, মঝে মাঝে গাড়ি বিকল হয়ে যায়। ঘাটে ফেরি বিলম্বিত হওয়ার কারণে অনেক সময় ঘাটে গাড়ির যানজট হয়। পশুবাহী গাড়িগুলো একটু ধীর গতির হয়, এ কারণে সড়কে অন্য গাড়িও একটু ধীরগতিতে যায়।”

তারপরও এবারের ঈদযাত্রা গতবারের চেয়ে স্বস্তির হবে- এমন আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “স্পর্শকাতর পয়েন্টে আমরা এবার র্যাব মোতায়েন করেছি, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।”

ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট নিরসনে মেঘনার পরে রোববার থেকে গোমতি নদীতেও ফেরি চালু হচ্ছে বলে জানান কাদের।