সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পাচ্ছেন ৫১০০ জন

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 06:37 AM
Updated : 19 August 2018, 06:37 AM

রোববার এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, মেধা ও বিদ্যামান কোটা পদ্ধতির ভিত্তিতে এই প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় সনদ, তথ্য ও নথি উপস্থাপন করতে বলেছে পিএসসি।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গতবছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরিপ্রত্যাশী ওই পরীক্ষায় অংশ নেন।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে এই ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।