প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব নজরুল সর্বোচ্চ গ্রেডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম গ্রেড-১ পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 02:49 PM
Updated : 16 August 2018, 02:49 PM

বিসিএস তথ্য ক্যাডারের এই কর্মকর্তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেডে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গ্রেড-১ পদে নিয়োগের পর নজরুলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনু্বিভাগে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে নজরুলকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে।

২০১৭ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর উপ-প্রেস থেকে অতিরিক্ত প্রেস সচিবের দায়িত্ব পান নজরুল। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে একজন অতিরিক্ত প্রেস সচিব, তিনজন উপ-প্রেস সচিব, তিনজন সহকারী প্রেস সচিবসহ মোট ১২ জন কর্মরত।