হজে গিয়ে মারা গেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবের

হজ পালনে সৌদি আরবে গিয়ে মারা গেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 12:52 PM
Updated : 16 August 2018, 12:52 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ২০ মিনিটে এ আইন কর্মকর্তার মৃত্যু হয় বলে জনিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মো. জাবেরের স্ত্রী দিলারা বেগম শাহানার বরাত দিয়ে সহকর্মীর মৃত্যুর খবর সাংবাদিকদের জানান মানিক।

গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট মেয়েকে সাথে নিয়ে হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন ৬৫ বছর বয়সী মো. জাবের। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা এ আইন কর্মকর্তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরকৈলাশ গ্রামে। ঢাকায় ধানমন্ডির শংকরে বসবাস করতেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মো. জাবের ২০০৯ সনে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ২০১৮ সনে ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পান।