‘ঘুষ নেওয়ার সময়’ এলজিইডির প্রকৌশলী গ্রেপ্তার

এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলীকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 12:15 PM
Updated : 16 August 2018, 12:15 PM

এহেতেশামুল হক নামে ওই সরকারি কর্মকর্তাকে বৃহস্পতিবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

তার কাছে ঘুষের ৫০ হাজার টাকা পাওয়া গেছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে এহতেশামুল ঘুষ চাইলে তা দুদকে জানিয়েছিলেন এক ব্যক্তি।

“এহেতেশামুল হক তার নিজের জন্য এবং তার ঊর্ধ্বতন অফিসার উপজেলা প্রকৌশলীর কথা বলে প্রথমে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। অনেক দরকষাকষি করে উপায় না দেখে তার সাথে ৮০ হহাজার টাকা ঘুষ দিতে রাজি হন ওই ঠিকাদার। কার্যাদেশ গ্রহণের সময় বাধ্য হয়ে ওই ব্যক্তি ৩০ হাজার টাকা ঘুষ দেন। এহেতেশামুল ঘুষের বাকি ৫০ হাজার টাকা গ্রহণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।"
দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল এহেতাশামুলকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেছেন।