সাংবাদিক গোলাম সারওয়ারকে চির বিদায়ের প্রস্তুতি

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বৃহস্পতিবার চিরবিদায় দেবেন সহকর্মী ও সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 06:36 PM
Updated : 15 August 2018, 06:36 PM

সকালে সমকালের তেজগাঁও কার্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কফিন। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর জাতীয় প্রেস ক্লাব চত্বরে নেওয়া হবে। এরপর বিকালে তাকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

সমকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃস্পতিবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শেষ দর্শন ও শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবীণ এই সাংবাদিকের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় হবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।

এরপর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মুক্তিযোদ্ধা সাংবাদিককে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। সেখানে জোহরের নামাজের পর একটি জানাজা হবে।

সম্পাদক গোলাম সারওয়ার গত ১৩ অগাস্ট সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরদিন মরদেহে দেশে আনার পর রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

বুধবার গোলাম সারওয়ারের মরদেহ হেলিকপ্টারে তার জন্মস্থান বরিশালের বানারীপাড়া নেওয়া হয়। সেখানে জানাজার পর মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হয়।