শোক দিবসে বঙ্গভবনে দোয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 10:27 AM
Updated : 15 August 2018, 10:27 AM

বুধবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।

মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে অংশ নেন।

বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

এর আগে দরবার হলে বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত ‘স্বাধীনতা আমরা কিভাবে পেলাম’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।