ট্রাফিক সপ্তাহে ৭ কোটি টাকা জরিমানা আদায়

ট্রাফিক সপ্তাহে (দশ দিন)  আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে এক লাখ ৮০ হাজার ২৪৯টি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 04:13 PM
Updated : 14 August 2018, 04:13 PM

আর এ সময়ে জরিমানা আদায় করা হয়েছে সাত কোটি আট লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত ৫ অগাস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কার্যক্রম গত শনিবার শেষ হওয়ার কথা থাকলেও পরে তা আরও তিন দিন অর্থাৎ ১৪ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়।

পুলিশ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, গত দশ দিনে ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়েতে এসব মামলা হয়।

“এই সময়ে জরিমানা আদায় ছাড়াও জব্দ করা হয়েছে পাঁচ হাজার ৪১৮টি গাড়ি।”

দশ দিনে মোট ৭৪  হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গত শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো.আসাদুজ্জামান মিয়া বলেছিলেন, ট্রাফিক সপ্তাহ শেষ হলেও সারা দেশে অভিযান ট্রাফিক সপ্তাহের মত চলবে।