সিইসির সঙ্গে ভিন্নমত নির্বাচন কমিশনারদের

বড় নির্বাচনে অনিয়ম না হওয়ার নিশ্চয়তা দেওয়া যাবে না- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন তার সহকর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 07:48 PM
Updated : 9 August 2018, 08:07 PM

গত বুধবার এক কর্মশালার উদ্বোধন শেষে নূরুল হুদা বলেছিলেন, বড় নির্বাচনে অনিয়ম হবে না- এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

তার ওই বক্তব্যের সমালোচনা ওঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্য থেকে। সিইসিকে ‘সংযত’ হয়ে কথা বলার পরামর্শও দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিইসির বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনারদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, এটা নূরুল হুদার ব্যক্তিগত মত বলেই তারা মনে করেন, এটা ইসির মত নয়।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ““এ মন্তব্যটা তিনি (সিইসি) কেন করেছেন, কোন পরিপ্রেক্ষিতে করেছেন তা বোধগম্য নয়।

“এটা তার ব্যক্তিগত মত হতে পারে; কমিশনের কোনো বক্তব্য নয়।”

এ ধরনের কথায় অনিয়মকারীরা উৎসাহিত হতে পারে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।

“এ মন্তব্যের (অনিয়ম না হওয়ার নিশ্চয়তা দেওয়া যাবে না) সঙ্গে একমত নই। এ ধরনের উক্তি জাতীয় নির্বাচনের আগে যারা অনিয়ম করতে চায়, তাদের উৎসাহিত করতে পারে বলে শঙ্কা তৈরি করবে।”

এ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, “অন্যদের কথা তো আমি বলতে পারি না। কমিশনেও আমাদের এ নিয়ে আলোচনা হয়নি। ”

নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও  সাংবাদিকদের বলেন, “এটা তার ব্যক্তিগত অভিমত।”

নির্বাচন কশিনার কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীও সাংবাদিক প্রশ্নে বলেন, এটা সিইসির ব্যক্তিগত মত হিসেবই দেখছেন তারা।