বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপস্থিতির মধ্যে ঢাকায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 03:59 AM
Updated : 5 August 2018, 06:41 AM

শনিবার রাত ১১টার দিকে এই হামলা হয় বলে নাগরিক সংগঠনটির এই নেতা জানিয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও কিছু বলতে পারেনি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদপুরের ইকবাল রোডে তার বাড়িতে নৈশভোজে যোগ দিতে গিয়েছিলেন রাষ্ট্রদূত বার্নিকাট।

তিনি বলেন, “রাত ১১টার দিকে উনি (বার্নিকাট) যখন বাসা থেকে বেরিয়ে উনার গাড়িতে উঠছিলেন তখন একদল লোক হামলা করে।”

বদিউল আলমের পাশের বাসার জামাল নামে এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা গাড়ি আটকাতে চেয়েছিল, কিন্তু এটি দ্রুত বেরিয়ে যায়। তখন হামলাকারীরা গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোড়ে।”

এরপর হামলাকারীরা বাড়ির ফটক ভাংচুরের চেষ্টা চালিয়েছিল বলে বদিউল আলম জানান।  

তিনি বলেন, “তারা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। না পারায় ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভেঙেছে।”

ঘটনার পরপরই জরুরি হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান বদিউল আলম।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। পুলিশের একটি দলও সেখানে গিয়েছিল, কিন্তু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।”

বার্নিকাটের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই এলাকায় এলে তা আমাদের জানানোর কথা। কিন্তু আমাদের কিছু জানানো হয়নি।”

দুপুরে বদিউল আলম মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

ওসি এরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।”