সিলেটের ইভিএমের দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 01:04 PM
Updated : 30 July 2018, 01:04 PM

এ দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহম্মদ কামরানের চেয়ে ৭৪২ ভোটে এগিয়ে আছেন।

ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে এ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসাররা।

৪ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর কেন্দ্রে (আম্বরখানা স্কুল এ্যান্ড কলেজ-ভবন ৫) নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৩৫১ ভোট। ধানের শীষ প্রতীকে আরিফুল পেয়েছেন ৭৫১ ভোট।

এ কেন্দ্রের ২৫৫৬ ভোটারের মধ্যে ১৬০০ জন ভোট দিয়েছেন; ভোটের হার ৬২.৫৯ শতাংশ।

একই ওয়ার্ডের ১৪ নম্বর কেন্দ্রে (আম্বরখানা স্কুল এ্যান্ড কলেজ-ভবন ৩) নৌকা পেয়েছে ২১৫ ভোট। আর ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৫৭ভোট।

এ কেন্দ্রের ১৯৫৭ ভোটারের মধ্যে ৯৫৪ জন ভোট দিয়েছেন; ভোটের হার ৪৮.৭৪ শতাংশ।

সিলেটে ১৩৪টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এই সিটিতে মোট ভোটার ছিলেন ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।

মেয়র পদে সাতজন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৬৩ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।