ফল যাই হোক, প্রত্যাখ্যান করলাম: আরিফুল হক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 11:41 AM
Updated : 30 July 2018, 02:28 PM

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার।

ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।  

সোমবার ভোটগ্রহণ শুরুর ৫ ঘণ্টার মধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে  নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন।

বিকালে ভোটগ্রহণ শেষে নিজের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফুল বলেন, “এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এবং তাদের সহায়তায় ভোট ডাকাতি হয়েছে।”

আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের উদ্দেশে বিএনপি প্রার্থী বলেন, “এই জয়, জয় না। এটা মীর জাফরের জয়। এই জয়ের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমার পরাজয়টা বড় ব্যাপার না, এ নির্বাচনের ফলে নতুন প্রজন্ম একটি ভুল জিনিস শিখছে।

“সৎ সাহস থাকলে আওয়ামী লীগের কোন নেতা আছেন, আসেন নির্বাচন করি- দেখা যাবে কার কত জনপ্রিয়তা। কমপক্ষে ১ লাখ ভোটে জয়লাভ করব।”

“আমি এ সরকারের পদত্যাগ দাবি করছি। এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাওয়া উচিৎ না,” বলেন বিএনপির এই নেতা।

এমন নির্বাচন নিজের জীবনে দেখেননি মন্তব্য করে সিলেটের গত মেয়াদের মেয়র বলেন, “আওয়ামী লীগের সিনিয়র নেতারা মাইক্রোবাস নিয়ে একটির পর একটি কেন্দ্র দখল করেছে। সকাল ১০টার আগেই আমরা এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। নারী পুলিশের সদস্য সবার সামনে ব্যালটে সিল মেরে বাক্সে ভরেছে। আর এসব কাজ করেছে পুলিশ বিডিআর র‌্যাবের সামনেই।”

বরিশালে বিএনপির প্রার্থী ভোটের মাঝ পর্যায়ে ভোট বর্জনের ঘোষণা দিলেও তিনি নিজে কেন দেননি, সেই ব্যাখ্যাও আরিফুল দেন।  

তিনি বলেন, “নির্বাচন বয়কট কোনো সমাধান না। নির্বাচনে থেকে সারাদেশের মানুষকে দেখাতে চেয়েছি সিলেটে কি তাণ্ডবলীলা চলেছে।”

কিছু সংবাদমাধ্যম নির্বাচনের ‘সঠিক চিত্র’ প্রচার করেনি বলেও অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, “পেছনের কেন্দ্রে জাল ভোট দিচ্ছে, মারামারি হচ্ছে কিন্তু টেলিভিশন রিপোর্টার লাইভে বলছে নির্বাচন শান্তিপূর্ণ। অনেকে ফুটেজ নিয়েছে, কিন্তু টেলিভিশনে দেখায়নি। সাংবাদিকরা যদি সত্যি না বলে তাহলে যাওয়ার আর জায়গা নেই। সব মিডিয়া না, কিছু কিছু মিডিয়া আবার সত্যিটা তুলে ধরেছে।

“কার কাছে বিচার দিব। আল্লাহর কাছে বিচার দিলাম।”