বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2018 01:45 PM BdST Updated: 02 Aug 2018 02:57 PM BdST
-
-
-
বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টায় কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন।
-
ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।
এ সময় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ জানান।
নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম।
আরও আটজনকে আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টায় কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন।
ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিল্লুর রহমান ফ্লাইওভারের কাছে যেখানে দুর্ঘটনা ঘটেছে, তার পাশেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ।
“ঘটনার সময় শিক্ষার্থীরা র্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল শিক্ষার্থী ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর বাসটি ফ্লাইওভার দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ওপর উঠে যায়।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে বেলা আড়াইটার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ জানান।
কুর্মিটোলা হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর আল মোরশেদ জানান, দুর্ঘটনার পর মোট ১৪ জনকে তার হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
বাকি ১২ জনের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি শাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সবাই ওই কলেজের শিক্ষার্থী।
-
উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
-
হাজারীবাগ বেড়িবাঁধ বস্তিতে আগুন, পুড়ল দেড়শ রিকশা
-
চাকরিতে ফেরাতে শরীফের আবেদন নাকচ করল দুদক
-
নর্থ সাউথের চার ট্রাস্টির আগাম জামিনের শুনানি ফের বৃহস্পতিবার
-
এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মাহফুজ
-
কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে ইমরানের বৈঠক
-
অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তিন চিকিৎসক ও নার্স গ্রেপ্তার
-
রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর