পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা মারা গেছেন

আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 08:30 AM
Updated : 25 July 2018, 11:03 AM

বুধবার দুপুর ১২টায় মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে তার ছোট বোনের মেয়ে হাসি চাকমা জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জনের বয়স হয়েছিল ১০০ বছর।

বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে এই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তানভির আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হওয়ার পর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।

কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।