হেডফোন কানে, ট্রেনের ধাক্কায় মৃত্যু

ঢাকার খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন, যিনি হেডফোন কানে রেখে রেললাইনে হাঁটছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 01:52 PM
Updated : 23 July 2018, 01:52 PM

সোমবার সকালে নিহত এই যুবকের নাম জুয়েল আখন্দ (২৫)। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা জুয়েল স্যানেটারি মিস্ত্রি ছিলেন।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক  নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে জুয়েল লো মেরিডিয়ান হোটেলের কাছে রেল লাইনে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে কথা বলছিল।

“এসময় ওই লাইনে ট্রেন এলে কাছাকাছি থাকা কয়েকজন ট্রেনের কথা জানায় জুয়েলকে। তখন সে সরে পাশের লাইনে যায়। ওই সময় ওই লাইন দিয়ে আরেকটি ট্রেন এলে তার ধাক্কায় জুয়েল ঘটনাস্থলেই মারা যায়।”

কমলাপুরমুখী একটি ট্রেনের ধাক্কায় নিহত হন জুয়েল।

তার কাছে থাকা মোবাইল ফোনে নম্বর দেখে স্বজনের সঙ্গে কথা বলে তার নাম এবং ঠিকানা পায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, “জুয়েল স্যানেটারি কাজের জন্য কিছুদিন আগে ঢাকায় এসেছিল। তবে ঢাকার কোথায় থাকত, তা জানা যায়নি।”