রংপুর ও লালমনিরহাটে ‘বইপড়া কর্মসূচি’

শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে রংপুর ও লালমনিরহাটের দুই স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 04:31 PM
Updated : 22 July 2018, 04:31 PM

সম্প্রতি রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং লালমনিরহাটের কালিগঞ্জের করিম উদ্দিন পাবলিক পাইলট হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই এবারের বই বিতরণ কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ উদ্যোগের সহযোগী বিকাশ।

শিশুসাহিত্যিক আলী ইমাম ও বিকাশের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির বই বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘আলোকিত মানুষ’ গড়ার স্লোগান নিয়ে গত ৪০ বছর ধরে সারা দেশে স্কুল ও কলেজে পর্যায়ে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশে প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ কর্মসূচিতে যুক্ত। এই কর্মসূচির মাধ্যমে গত ৪ বছরে সারা দেশে ১ লাখ ৭৮ হাজার বই বিতরণ করা হয়েছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।