জুলহাস-তনয় হত্যামামলায় জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যামামলায় দোষ স্বীকার করে আদালতে জবানন্দি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 04:13 PM
Updated : 22 July 2018, 04:13 PM

জঙ্গি সংগঠনটির শূরা সদস্য শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের চার দিনের রিমান্ড শেষে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

হাকিম আহসান হাবীব খাস কামরায় জবানবন্দি নেওয়ার পর জুবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সারোয়ার হোসেন।

জুবায়েরকে গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আটক করেছিল ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডে ইউএসএইড কর্মকর্তা জুলহাজের বাড়িতে ঢুকে তাকে ও তার বন্ধু থিয়েটারকর্মী তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।

জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তধীন। হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবারও জমা দিতে পারেনি পুলিশ।

এ নিয়ে আলোচিত এ মামলায় প্রতিবেদন জমার জন্য ২৫টি তারিখ পেরিয়ে গেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম।

সমকামী অধিকারকর্মী জুলহাজ ‘রূপবান’ নামের একটি সাময়িকী সম্পাদনা করতেন। তনয় ছিলেন নাট্য আন্দোলনের কর্মী।