সংসদ নির্বাচন: ৬ সেপ্টেম্বরের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে নির্দেশ

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 04:24 PM
Updated : 19 July 2018, 04:24 PM

বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনের জন্য নীতিমালা মেনেই নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে।

খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ৫ অগাস্ট; তালিকার উপর দাবি-আপত্তির গ্রহণের শেষ তারিখ ১৯ অগাস্ট;  নিষ্পত্তির শেষ তারিখ ৩০ অগাস্ট এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণ ৬ সেপ্টেম্বর।

এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র লাগবে।

৩০০ আসনে একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্র সমতল এলাকায় ৩৯,৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি।

আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকাভিত্তিক তালিকা ইসির অনুমোদনের জন্য মাঠ কর্মকর্তা নির্বাচন কমিশনে পাঠাবেন।

সেক্ষেত্রে ভোটের ২৫ দিন আগে ইসি অনুমোদিত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ এবং তফসিলের পর নিবন্ধিত দলগুলোর কাছে তালিকা পাঠানো হবে বলে জানান ইসি কর্মকর্তারা।

তফসিল ঘোষণার পর ভোটকেন্দ্র কোনো প্রার্থীর বাড়ির কাছে বা প্রভাব বলয়ের মধ্যে পড়ছে বলে প্রতীয়মাণ হলে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করতে পারবেন। তদন্ত শেষে অভিযোগের যথার্থতা থাকলে ইসি তা পরিবর্তন করতে পারে।