রূপগঞ্জের সার্ভেয়ার হালিমের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 03:20 PM
Updated : 19 July 2018, 03:20 PM
বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান এ অভিযোগপত্র জমা দেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, রূপগঞ্জে জমির মালিকানা সংক্রান্ত সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক ব্যক্তি থেকে ৬০ হাজার টাকা ঘুষ নেন সার্ভেয়ার আব্দুল হালিম। ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত ড্রয়ার ও আলমিরায় তল্লাশি করে আরও দুই লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়, এসব টাকাও ঘুষ হিসেবে বিভিন্ন ব্যক্তি থেকে গ্রহণ করেন।

এসব অভিযোগে রূপগঞ্জ থানায় গত বছরের ২৪ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন।

পরে দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান মামলাটি তদন্ত করেন।