দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 09:17 AM
Updated : 19 July 2018, 09:17 AM

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত ৭ জুলাই লন্ডন যান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।

এছাড়া তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক এবং সরকারের বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। এর আগে গত বছরের অক্টোবরেও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন।

৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।