বিদেশের কেন্দ্রে ৯২.২৮% পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের বাইরের কেন্দ্রে ৯২ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 08:53 AM
Updated : 19 July 2018, 08:53 AM

বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮৫ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল এবার। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

গত বছর বিদেশের কেন্দ্র থেকে ৯৪ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেলি। সেই হিসেবে বিদেশ কেন্দ্রে এবার পাসের হার কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ পয়েন্ট।

বিদেশের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।