পাসের হারে বরিশাল, জিপিএতে ঢাকা শীর্ষে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের দিক থেকে এগিয়ে রয়েছে বরিশাল বোর্ড। আর দিনাজপুর বোর্ড থেকে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 08:49 AM
Updated : 19 July 2018, 10:48 AM

এবার উচ্চ মাধ্যমিকে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৭০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে আট সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। আর দিনাজপুর বোর্ডের ৬০ দশমিক ২১ শতাংশ পাসের হার সারা দেশের মধ্যে সবচেয়ে কম।

এক নজরে ফলাফল

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫

পাসের হার (%)

পাসের হার (%)

 

২০১৮

২০১৮

২০১৭

২০১৬

ঢাকা

৬৬.১৩

১২,৯৩৮

৬৯.৭৪

৭৩.৫৩

রাজশাহী

৬৬.৫১

৪,১৩৮

৭১.৩০

৭৫.৪০

কুমিল্লা

৬৫.৪২

৯৪৪

৪৯.৫২

৬৪.৪৯

যশোর

৬০.৪০

২,০৮৯

৭০.০২

৮৩.৪২

চট্টগ্রাম

৬২.৭৩

১,৬১৩

৬১.০৯

৬৪.৬০

বরিশাল

৭০.৫৫

৬৭০

৭০.২৮

৭০.১৩

সিলেট

৬২.১১

৮৭৩

৭২.০০

৬৮.৫৯

দিনাজপুর

৬০.২১

২,২৯৭

৬৫.৪৪

৭০.৬৪

মাদ্রাসা

৭৮.৬৭

১,২৪৪

৭৭.০২

৮৮.১৯

কারিগরি

৭৫.৫০

২,৪৫৬

৮১.৩৩

৮৪.৫৭

ডিআইবিএস (ঢাকা)

৮৭.৮২

০০

৭১.৫৮

৮১.৪৬

মোট

৬৬.৬৪

২৯,২৬২

৬৮.৯১

৭৪.৭০

৬৬ দশমিক ৫১ শতাংশ পাসের হার নিয়ে গত দুই বছরের মত এবারও দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড। আর ৬৬ দশমিক ১৩ শতাংশ পাস নিয়ে ঢাকা বোর্ডের অবস্থান তৃতীয়।

চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ; ৬২ দশমিক ৭৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ড; ষষ্ঠ অবস্থানে থাকা সিলেট বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ এবং সপ্তম স্থানে থাকা যশোর বোর্ডে পাস করেছে ৬০ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী।

আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে এবার ১০ লাখ ৭২ হাজার ২৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৮ জন। এই হিসাবে এইচএসসিতে আট বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৬৭ শতাংশ এবং কারিগরি বোর্ডের বোর্ডে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা

আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ১২ হাজার ৯৩৮ জন পূর্ণ জিপিএ পেয়েছেন।  

পূর্ণাঙ্গ জিপিএ অর্জনে এরপরই রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৩৮ জন।

দুই হাজার ২৯৭ জন জিপিএ-৫ পেয়েছেন দিনাজপুর বোর্ডে। এছাড়া যশোর বোর্ডে ২ হাজার ৮৯, চট্টগ্রামে ১ হাজার ৬১৩, বরিশালে ৬৭০, সিলেটে ৮৭৩ এবং কুমিল্লায় ৯৪৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৪৪ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছেন।