বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-বিআইজিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. ইমরান মতিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2018, 07:47 PM
Updated : 17 July 2018, 07:47 PM

গত ১৫ জুলাই তিনি বিআইজিডিতে যোগদান করেন বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, এই পদে যোগ দেওয়ার আগে ইমরান মতিন আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়ন প্রতিষ্ঠান ইনোভেশনস ফর পোভার্টি অ্যাকশন- আইপিএর প্রধান গবেষণা ও নীতি বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ইমরান ২০০৩ সালে ব্র্যাকের গবেষণা বিভাগে পেশাজীবন শুরু করেন। সেখানে তিনি ২০১২ সাল পর্যন্ত কাজ করেন। পরে ব্র্যাক আন্তর্জাতিকের উপ-নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ইমরান মতিন ২০১২-২০১৭ সময়কালে সেভ দ্য চিলড্রেন-এর আন্তর্জাতিক কর্মসূচির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।