নতুন সিএজির শপথ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছ থেকে মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2018, 11:12 AM
Updated : 17 July 2018, 12:57 PM

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিএজিকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, এম হাফিজ উদ্দিনসহ সাবেক কয়েকজন সিএজি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরীকে গত রোববার মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ দেয় সরকার।

গত ২৭ এপ্রিল সিএজি মাসুদ আহমেদ অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। পরে গত রোববার সাংবিধানিক পদটিতে মুসলিম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।