‘ধারের টাকা নিয়ে’ ঝগড়া, ছুরি মেরে খুন

রাজধানীর আদাবরে ‘ধারের টাকা’ নিয়ে ঝগড়ার জেরে এক ভাঙারি ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 01:31 PM
Updated : 15 July 2018, 01:31 PM

রোববার সকালে এক মেস বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহেদুল ইসলাম জানান।

নিহত বাসির তালুকদার (৪৮) শ্যামলী হাউজিং এলাকার ওই মেসে থেকে ভাঙ্গারির ব্যবসা করতেন। তাকে হত্যার ঘটনায় যাকে পুলিশ খুঁজছে, সেই আলমগীরও (২৫) একই পেশায় রয়েছেন।

অতিরিক্ত উপ কমিশনার ওয়াহেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা দুজন দুজনকে চাচা-ভাতিজা সম্বোধন করতেন। ভ্যান নিয়ে ঘুরে ঘুরে ভাঙ্গারি সামগ্রী সংগ্রহ করতেন।” 

এই পুলিশ কর্মকর্তা জানান, ব্যবসার কারণে কিছুদিন আগে আলমগীরের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন বাসির। ওই টাকা ফেরত নিতে আলমগীর সকালে বাসিরের মেসে যান।

“আলমগীর টাকা চাইলে ‘নেই’ বলে তাকে বিদায় করে দেন বাসির। কিছুক্ষণ পর আলমগীর আবার এসে বলে, অন্তত পাঁচশ টাকা যেন তাকে ফেরত দেওয়া হয়। কিন্তু বাসির আবারও একই কথা বললে আলমগীর ক্ষিপ্ত হয়ে ওই মেসে থাকা আম কাটার চাকু নিয়ে এসে বাসিরের বুকে বসিয়ে দেয়।”

পরে বাসিরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকে আলমগীর পলাতক। তাকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।