অর্থ সচিব মুসলিম চৌধুরীকে সিএজি পদে নিয়োগ

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 11:16 AM
Updated : 15 July 2018, 12:55 PM

বর্তমানে অর্থ সচিবের দায়িত্ব পালন করছেন মুসলিম চৌধুরী। তিনি মাসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রোববার সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন শুরু করবেন মুসলিম চৌধুরী।

নিয়োগের চিঠি পেয়েছেন জানিয়ে মুসলিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শপথের পর নতুন দায়িত্ব পালন শুরু করব।”

২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।

২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড একাউন্টস্ ক্যাডারে যোগ দিয়ে কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস্, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।
 
মুসলিম চৌধুরীর জন্ম ১৯৫৯ সালে চট্টগ্রামে।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড একাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন।
 
আইএমএফ ইনস্টিটিউট এবং বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন মুসলিম চৌধুরী।