গারো মা-মেয়ে হত্যা মামলায় পিছিয়েছে তদন্ত প্রতিবেদন

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ১৩ অগাস্ট ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 10:27 AM
Updated : 11 July 2018, 10:27 AM

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়া প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন নতুন দিন ঠিক করে দেন।

গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলিতে একটি চারতলা ভবনের চতুর্থতলার ফ্ল্যাট থেকে বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ।

সুজাতাকে কুপিয়ে এবং তার মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে তখন জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর সঞ্জীব চিরান, রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শুভ চিসিম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।