রোহিঙ্গা সঙ্কটে পাশে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 07:06 PM
Updated : 4 July 2018, 07:06 PM

যুক্তরাষ্ট্রের ২৪২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই ধন্যবাদ জানান।

দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক ট্রাম্পের নেতৃত্বে আর জোরদার হবে এই আশা প্রকাশ করে রাষ্ট্রপতি তার বার্তায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

অন্যদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই মনোভাবে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায়ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আশা করেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।