ইভিএমের ৬ কেন্দ্রে দ্বিগুণ ভোটে এগিয়ে নৌকা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ছয় কেন্দ্রর ফলাফলে নৌকার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে আছেন।

নিজস্ব প্রতিবেদকগাজীপুর প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 03:11 PM
Updated : 26 June 2018, 03:26 PM

এই ছয় কেন্দ্রে মোট ১৪ হাজার ৪২৫ ভোটের মধ্যে জাহাঙ্গীরের নৌকা পেয়েছে মোট ৪ হাজার ৮১০ ভোট। অন্যদিকে হাসান সরকারের ধানের শীষ পেয়েছে মোট ২ হাজার ৩৩৮ ভোট।

অর্থাৎ, ছয় কেন্দ্রের বিচারে ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর সাবেক সাংসদ হাসান সরকারের চেয়ে এগিয়ে আছেন ২ হাজার ৪৭২ ভোটের ব্যবধানে।

১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটারের শহর গাজীপুরে এবার ভোট হয়েছে ৪২৫ কেন্দ্রে। এর মধ্যে নয়টি কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত হয়েছে।

ইভিএমে ভোট হয়েছে চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ২৪৮০ জন), মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয় (ভোটার ২৫৫২ জন), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার ২৫৬২ জন), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২৮২৭ জন), রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার ১৯২৭ জন) এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২০৭৭ জন) এ। 

যন্ত্রে ভোট হওয়ায় এ দুই কেন্দ্রে গণনার ঝমেলা ছিল না। নিয়ম মাফিক সব আনুষ্ঠানিকতা শেষ করে অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করেন প্রিজাইডিং কর্মকর্তারা।   

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের বরাত দিয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরত এ খুদা জানান, চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৩২ এবং ধানের শীষ ৩৯৯ ভোট পেয়েছে।

মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা ৯৮৫ ভোট, ধানের শীষ পেয়েছে ৩৬৬ ভোট পেয়েছে।

রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১-এ নৌকা ৬৫৫ ভোট, ধানের শীষ ২৯৬ ভোট পেয়েছে।

রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২-এ নৌকা ৬১২ ভোট এবং ধানের শীষ ২১৫ ভোট পেয়েছে।

মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ এ নৌকা ৭৮৪ ভোট এবং ধানের শীষ ৫৬২ ভোট পেয়েছে।

মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ এ নৌকা ৭৪২ ভোট এবং ধানের শীষ ৫০০ ভোট পেয়েছে।