রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 12:17 PM
Updated : 24 June 2018, 12:17 PM

রোববার বিকালে বিদায়ী সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় সেনাপ্রধান তার কর্মকালে সার্বিক নির্দেশনা ও সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

সেনাপ্রধান এসময় সেনাবাহিনীর বিভিন্ন খাতের উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী আমাদের গর্ব’। রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে।”

সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর কৌশলগত এবং সাংগঠনিক উন্নয়নের জন্য রাষ্ট্রপতি প্রশংসা করেন।

বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল বেলাল ২৫ জুন অবসরে যাচ্ছেন। তার জায়গায় সেনাপ্রধান হিসেবে অভিষিক্ত হচ্ছেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।