রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর ডেমরা এলাকা থেকে মোটর সাইকেল, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 10:40 AM
Updated : 24 June 2018, 10:40 AM

গ্রেপ্তাররা গাড়ি চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।

গ্রেপ্তাররা হলেন- মো. সালিম উদ্দিন আহম্মেদ ওরফে সবুজ (৩৫), মো. রনি (৩৫),  মো. টিপু (২৪), বাপ্পি সরকার (২৩) ও মো. সালাউদ্দিন ফকির (২৩)।

শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য  রোববার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, সবুজের দেহ তল্লাশী করে দুটি রিভলবার ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর অন্যদের জিম্মা থেকৈ আটটি চুরি করা মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা দেবদাস জানান, গ্রেপ্তাররা জানিয়েছে, রনি ও টিপু মোটর সাইকেল চুরি করে।

চোরাই মোটরসাইকেল ও অস্ত্রসহ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সাংবাদিকদের সামনে আনা হয় তাদের। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চোরাই মোটরসাইকেল ও অস্ত্রসহ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সাংবাদিকদের সামনে আনা হয় তাদের। ছবি: আব্দুল্লাহ আল মমীন

“তারা বিভিন্ন বাসা-বাড়ি, পার্কিং এলাকায় রেখে যাওয়া মোটর সাইকেলের তালা ভেঙ্গে অথবা রাস্তায় চালকের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে।

“পরে চুরি করা গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন ও ভুয়া কাগজপত্র তৈরি করে দালালের মাধ্যমে তা কম মূল্যে বিক্রি করে। এই চক্রের নেতা সবুজ ও পলাতক দ্বীন ইসলাম।”

দ্বীন ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা দেবদাস ভট্টাচার্য।