চ্যানেল আই সেরাকণ্ঠ মেরিকে উদ্ধার

‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ জয়ী মনীষা ভাদুড়ি মেরিকে উদ্ধার করেছে পুলিশ; আটক করা হয়েছে দুজনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 06:22 PM
Updated : 21 June 2018, 06:22 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে ওই দুজনকে আটকের পর মেরিকে (১৭) উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মেরির বাবা ভবানি শংকর ভাদুড়ী তেজগাঁও থানায় অভিযোগ করেছিলেন, তার মেয়েকে গত ১৪ জুন বসুন্ধরা সিটি থেকে অপহরণ করা হয়। তিনি মামলা করার পর মেরিকে উদ্ধারে নামে পুলিশ।

আটক দুজনের মধ্যে একজন ইলা সরকার নারী ক্রিকেটার বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেরিকে উদ্ধারের পরে সে অপহরণের কথা বলছে না। ইলার বিরুদ্ধে তার কোনো অভিযোগও নেই। মেরি বলেছে, সে স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গেছে। বাবা-মা’র সাথে সে থাকতে চায় না।”

অন্যদিকে মেরির বাবার অভিযোগ, ইলা ‘অসামাজিক কাজে’ যুক্ত করতে তার মেয়েকে অপহরণ করেছে।

সহকারী কমিশনার তৈয়ব বলেন, “পুরো বিষয়টি তদন্ত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মেরি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে এবং ইলাসহ আটক অন্যজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মেরি চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতা-২০১৪ এর রানারআপ হয়েছিলেন। ইলা রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্রিকেট খেলতেন বলে জানা গেছে।