জাতীয় অধ্যাপক হলেন আনিসুজ্জামান, রফিকুল ইসলাম ও জামিলুর রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সাবেক অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম এবং বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 04:52 PM
Updated : 19 June 2018, 04:52 PM

আনিসুজ্জামান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক; রফিকুল ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমিরিটাস অধ্যাপক ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা; আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্বে আছেন।

এই তিনজনকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকরা ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১’ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।