২ লাখ ৬৮ হাজার একর বনভূমি বেদখলে

বাংলাদেশের প্রায় দুই লাখ ৬৮ হাজার একর বনভূমি বেদখলে রয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 11:20 AM
Updated : 19 June 2018, 12:58 PM

পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বনমন্ত্রী বলেন, “বহু আগ থেকেই প্রত্যন্ত অঞ্চলের সরকারি বনাঞ্চলের নিকটবর্তী জনগণের চাষাবাদ, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কারণে বনভূমি জবরদখল হয়েছে। পরবর্তীতে শিল্পায়ন, নগরায়ন, পাকা, পাকা সড়ক নির্মাণ, হাট বাজার স্থাপন ইত্যাদি কারণে বনভূমি বেদখল হয়েছে।”

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বনভূমির মোট পরিমাণ ৬৩ লাখ ৬৯ হাজার একর। এর মধ্যে ৪৬ লাখ ৫২ হাজার মন্ত্রণালয়ের গেজেটভুক্ত, যা দেশের মোট আয়তনের ১২ শতাংশ।

জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বর্তমানে সারাদেশে মোট আবাদযোগ্য কৃষি জমির পরিমাণ ৮৫ লাখ ৭৭ হাজার ৫৫৬ দশমিক ৫৫ হেক্টর। মোট সেচকৃত জমির পরিমাণ ৭৪ লাখ ৪৮ হাজার ১০০ দশমিক ০৩ সেক্টর।

অর্থাৎ সেচের আওতায় জমির পরিমাণ শতকরা প্রায় ৮৭ শতাংশ। আর বাকি ১৩ শতাংশ জমি সেচের আওতার বাইরে।

সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী আনিসুল জানান, পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী চলতি বছরের মে পর্যন্ত দেশে মোট ইটভাটার সংখ্যা ৬ হাজার ৮০৭টি। এর মধ্যে ৫ হাজার ৫৭টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। বাকি এক হাজার ৭৫০টির ছাড়পত্র নেই।