আইনি কাঠামো পাচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ

দেশের বরেন্দ্র এলাকার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ আনুষাঙ্গিক কাজকে আইনি কাঠামোতে আনতে নতুন আইন করার প্রস্তাব সংসদে তোলা হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 10:44 AM
Updated : 19 June 2018, 10:44 AM

মঙ্গলবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা বরেন্দ্র এলাকা হিসেবে গণ্য হবে।

বর্তমানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ একটি রেজুলেশনের মাধ্যমে চলছে। এটিকে আইনের আওতায় আনার জন্য বিলটি তোলা হয়েছে।

কৃষিমন্ত্রীকে সভাপতি করে উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বরেন্দ্র এলাকায় ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি সম্পদ উন্নয়ন ও ব্যবহার, উন্নত সেচ কার্যক্রম, কৃষি যান্ত্রিকীকরণ, সেচযন্ত্র বৈদ্যুতিককরণ, বীজ উৎপাদন ও সরবরাহ, মৎস্য উৎপাদন, ফসলের বৈচিত্র্যায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ ও সংরক্ষণ প্রভৃতি কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার উদ্দেশ্যে আইন প্রণয়ন করা হয়েছে।