ঈদ শেষেও ছুটির আমেজে সচিবালয়

ঈদুল ফিতরের তিন দিন ছুটি শেষে সচিবালয়ের বিভিন্ন দপ্তর খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 06:54 AM
Updated : 18 June 2018, 08:36 AM

এই সপ্তাহে উপস্থিতি কমই থাকবে বলে মনে করছেন এক কর্মচারী। তিনি বলেন, আগামী সপ্তাহের আগে পরিস্থিতি খুব একটা বদলাবে না।

সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, কর্মকর্তা-কর্মচারী যারা এসেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটছে তাদের।

সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট সব স্থানেই চলছে শুভেচ্ছা বিনিময়।

চার নম্বর ভবনের লিফটম্যান বলেন, সোমবার গেইট পাস দেওয়া হয়না। তাই বহিরাগতও আসছে না।

সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে দেখা গেছে।