রাজধানীর বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 01:27 PM
Updated : 16 June 2018, 01:27 PM

শনিবার সকাল থেকেই ঢাকা শিশুপার্ক, জাতীয় চিড়িয়াখানাসহ নগরীর বিনোদনকেন্দ্রগুলোয় ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা।

ঢাকা শিশুপার্কের ফটক খোলা হয় বেলা ১০টার দিকে। শুরু থেকেই দর্শনার্থীরা ভিড় করেন সেখানে। দুপুরের পর ভিড় আরও বাড়ে।

খিলক্ষেত এলাকা থেকে তিন কন্যাকে নিয়ে শিশুপার্কে এসেছেন মেজবাহ উদ্দিন নাসরিন সুলতানা দম্পতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মেয়েদের আবদার মেটাতে তাড়াতাড়িই শিশুপার্কে চলে এসেছেন তারা।

“বাচ্চারা বাবাকে তেমন একটা পায় না। সে সারাদিনই দোকানে পড়ে থাকে। এজন্য ঈদের ছুটি পেয়েই মেয়েরা ব্যস্ত হয়ে পড়েছে বের হওয়ার জন্য। এজন্যই চলে আসলাম। এখানে ঘুরে আরও দুয়েক জায়গায় যাবো।”

ঢাকা শিশু পার্কে ঈদ আনন্দ। ছবি: আসিফ মাহমুদ অভি

শিশুপার্কের টিকেট কাউন্টারের বিক্রেতারা জানান, বেলা সোয়া ২টা পর্যন্ত পার্কে প্রায় ১০ হাজারের মতো দর্শনার্থী এসেছেন। এ সংখ্যা একলাখের কাছাকাছি হতে পারে।

রোববার শিশু পার্কের সাপ্তাহিক ছুটি। তবে ঈদ উপলক্ষে আগামীকাল পার্ক খোলা থাকবে বলে জানিয়েছে শিশুপার্ক কর্তৃপক্ষ।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানাও বেলা ১০টায় খোলা হয়। শুরু থেকেই দর্শনার্থীমুখর ছিল চিড়িয়াখানা এলাকা। দুপুরের পর চিড়িয়াখানা এলাকা দর্শনার্থীতে পূর্ণ হয়ে যায়। প্রতিটি প্রাণির খাঁচার সামনেই ভিড় দেখা গেছে। বাবা-মার হাত ধরে চিড়িয়াখানা ঘুরে দেখছে শিশুরা।

মিরপুর ৭ নম্বর সেকশন থেকে বাবার সঙ্গে চিড়িয়াখানায় এসেছে সানজিদা ইসলাম মনি। প্রথম শ্রেণির এই শিক্ষার্থী জানায়, ঘুরতে এসে খুব মজা পেয়েছে সে।

“বাঘ দেখেছি, হরিণ দেখেছি, বক দেখেছি। আরও অনেক কিছু দেখেছি। আজকে ঈদের দিন তো তাই বেড়াতে আসছি। খুব মজা হয়েছে।”

ঈদের দিন শনিবার ঢাকা শিশু পার্কে পরিবারের সাথে আসা শিশুরা। ছবি: আসিফ মাহমুদ অভি

স্ত্রী-সন্তান নিয়ে বেলা ১১টার দিকে চিড়িয়াখানায় এসেছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা মঈনুল কবির। 

তিনি বলেন, আজকের আবহাওয়া বেড়ানোর জন্য খুবই ভালো ছিল।

“আজকের আবহাওয়াটা ভালো, গরম নেই। সকালের দিকে এসেছি, এখনও ঘুরছি। বাচ্চারা বেশ খুশি হয়েছে। এখানকার ব্যবস্থাপনাও এবার ভালো মনে হয়েছে।”

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ৪টা পর্যন্ত প্রায় সত্তর হাজার লোক হয়েছে। সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা, সেক্ষেত্রে দর্শনার্থী সংখ্যা আরও বাড়বে। ”

রোববারও চিড়িখানা খোলা থাকবে বলে জানান তিনি।

ঈদের নামাজের পরপরই হাতিরঝিলের বিভিন্ন স্থানে জড়ো হয় নানা শ্রেণিপেশার মানুষ। এখানকার ফুডকোর্ট ছাড়াও বাইরের খাবারের দোকানগুলোয় ভিড় করে তারা। হাতিরঝিলের ওয়াটার বাস এবং এবং প্যাডেল নৌকার টিকেট কাউন্টারের সামনেও দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ঈদের দিন শনিবার ঢাকা শিশু পার্কে ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি

স্ত্রী-সন্তানকে নিয়ে হাতিরঝিলে বেড়াতে এসেছেন রামপুরা তিতাস রোড এলাকার সবজি বিক্রেতা কাজল মিয়া।

তিনি বলেন, “বেশি ঘুরাঘুরি করার সুযোগ তো পাই না, সময়ও অয় না। আইজা চান্স পাইয়া আইসা পড়লাম। মাইয়া দুইটা তো খুব খুশি হইছে।”

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়েছেন নতুন বাজারের মোহাম্মদ খোকন। তিনি বলেন, ঈদের ফাঁকা শহরে ঘুরতে ভালো লাগে।

“অন্য সময় তো যানজটের জন্য রাস্তায়ই বের হওয়া যায় না। আজ সেই সমস্যা নাই। এখন পর্যন্ত অনেক জায়গা ঘুরছি। হাতিরঝিলে ঘুরা শেষ করে আরও অনেক জায়গায় যাব। বেশ মজা লাগছে।”