ঈদ জামাত ঘিরে শঙ্কা নেই: পুলিশ

ঈদুল ফিতরের জামাতকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে রাজধানীবাসীকে নির্বিঘ্নে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 08:55 AM
Updated : 14 June 2018, 09:02 AM

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

আছাদুজ্জামান বলেন, “ইদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।”

কয়েক বছর আগে শোলাকিয়ায় ঈদ জামাত লক্ষ্য করে জঙ্গি হামলার চেষ্টার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “এখন বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্ক আমরা গুঁড়িয়ে দিয়েছি। এরপরও যেসব জঙ্গি সদস্য জামিনে মুক্তি পায়, তাদের আমরা নজরদারিতে রেখেছি। ঈদ জামাতে কোনো সমস্যা হবে না।”

নিরাপত্তার স্বার্থে ঈদগায় মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে আসতে পারবেন না। দুই দফায় তল্লাশি শেষে ঢোকা যাবে ময়দানে। পুরো এলাকা থাকবে সিসি ক্যামেরার আওতায়।

ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ চাইলে মুসল্লিদের জায়নামাজ ও ছাতা খুলে দেখাতে হবে।”

জাতীয় ঈদগা, বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদ জামাত ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

ঈদ জামাতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করতে নিরুৎসাহিত করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, “তাদের জন্য বেলা ১১টায় রাজারবাগে আলাদা ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।”

ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তায় প্রত্যেক এলাকার চেকপোস্টগুলোতে তল্লাশি চলবে বলে জানান ডিএমপি কমিশনার। রাজধানীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা থাকবে বলে জানান তিনি।