বিশ্বকাপ উপলক্ষে ৪ স্মারক ডাকটিকেট প্রকাশ

রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে চারটি স্মারক ডাক টিকেট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 06:04 AM
Updated : 14 June 2018, 06:50 AM

বৃহস্পতিবার সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “ফুটবলে আমরা পিছিয়ে থাকলেও ক্রিকেটে এগিয়ে আছি। আশা করছি আগামীতে ফুটবলেও আমরা বিশ্বকাপে যাব।”

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিটি ১০ টাকা মূল্যমানের ৪টি ডাকটিকেট, প্রতিটি ৫০ টাকা মূল্যমানের ২টি স্যুভেনির শীট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করে। এজন্য একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

ডাক টিকেট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বৃহস্পতিবার থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে এ স্মারক ডাক টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে ডাক বিভাগ।