মানারাত শিক্ষার্থী হত্যায় পিছিয়েছে প্রতিবেদন জমার তারিখ

রাজধানীর বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ৩ জুলাই ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 11:11 AM
Updated : 24 May 2018, 11:11 AM

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এসএম কামরুল হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি।

পরে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দেন বলে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ জানিয়েছে।

গতবছরের ৬ নভেম্বর বাড্ডার পোস্ট অফিস গলিতে দুর্বৃত্তের ছুরিতে গুরুতর আহত হন নাসিম আহমেদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফউদ্দীন ।

মামলায় আসিফ নামের একজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।

তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. হানিফ।