অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক

৬৯ জন যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 03:18 PM
Updated : 7 Nov 2021, 09:07 AM
আইন ও বিচার বিভাগ গত ১৬ মে বিচার বিভাগের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে, যা বুধবার প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা মাসে ৬২ হাজার ৩৫০ টাকা থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা স্কেলে বেতন পাবেন।

একই আদেশে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।