শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকার প্রধানের শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেওয়া বৃত্তি ও অন্যান্য সুবিধা গরীব, মেধাবী শিক্ষার্থীদের  মধ্যে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 12:23 PM
Updated : 23 May 2018, 12:28 PM

বুধবার দুপুরে ট্রাস্টের পঞ্চম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার 

সুবিধা অনলাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ট্রাস্টের কর্মকাণ্ড ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী এবংতার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ জয়কে অভিনন্দন জানানো হয়।