আরও ২ বছর কুয়েতের রাষ্ট্রদূত থাকছেন কালাম

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের চুক্তিভিত্তিক মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 08:44 AM
Updated : 23 May 2018, 09:16 AM

গত ২০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তার নতুন মেয়াদ কার্যকর হবে বলে বুধবার এক আদেশে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালাম ২০১৬ সালের ১৩ এপ্রিল কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

ওই দায়িত্বে যোগ দেওয়ার আগে কালাম চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি অগ্রণী ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে এখন তার সঙ্গে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।