২ জুন থেকে ঈদের আগাম টিকেট বিক্রির পরিকল্পনা রেলওয়ের

রোজার ঈদ সামনে রেখে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 02:27 PM
Updated : 21 May 2018, 02:27 PM

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, সারাদেশে রেলওয়ের ৬৮টি স্টেশন থেকে আগামী ৬ জুন পর্যন্ত ঈদের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সবকিছু মোটামুটি চূড়ান্ত। ঈদের পাঁচ দিন আগে থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হবে।”

“আমরা গত ৮ মে মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, আগামী  ২ তারিখ থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করব। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ২৪ তারিখ মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে মিটিংয়ে।”

১৬ জুন ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই পরিকল্পনা সাজিয়েছে রেলওয়ে। ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকেট। ৩ জুন পাওয়া যাবে ১২ জুনের টিকেট। ৪ জুন বিক্রি বিক্রি হবে ১৩ জুনের টিকেট। ৫ জুন পাওয়া যাবে ১৪ জুনের টিকেট। আর ৬ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকেট।

এখন পর্যন্ত শুধু যাওয়ার টিকেট বিক্রির তারিখ ঠিক হয়েছে। ফিরতি টিকেট বিক্রির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান রেলওয়ের মহাপরিচালক।