বাংলাদেশে আসছেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 05:28 PM
Updated : 20 May 2018, 05:28 PM

সোম থেকে বৃহস্পতিবার তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে ইউএনএফপিএর বাংলাদেশ কার্যালয় জানিয়েছে। সংস্থাটির প্রধান হিসেবে এবারই প্রথম বাংলাদেশে আসছেন কানেম।

গত বছর অক্টোবরে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক পদে নিয়োগ পান পানামার নাগরিক নাতালিয়া কানেম। পদমর্যাদার দিক দিয়ে জাতিসংঘের মহাসচিবের পরেই তার অবস্থান। 

সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। 

টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি উন্নয়ন সংযোগী সংস্থা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

ইউএনএফপিএর বাংলাদেশ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-আইসিপিডির ২৫ বছর পূর্তি হচ্ছে, সে বিষয়টিও কানেমের আলোচনায় গুরুত্ব পাবে।

বৈঠকগুলোতে তিনি বাংলাদেশের মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বয়ঃসন্ধিকাল ও তারুণ্য, লিঙ্গ সমতা এবং জনসংখ্যা সমস্যার ওপর আলোকপাত করবেন।

এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক। সেখানে তাদের অনুদানে পরিচালিত প্রজনন স্বাস্থ্যকেন্দ্র ও নারীবান্ধব কেন্দ্রগুলোতে নারী ও মেয়ের শিশুদের কথা বলবেন কানেম।