কমিউনিটি পুলিশের সদস্য সুমনকে বাঁচানো গেল না

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পা থেঁতলে যাওয়া কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 04:22 AM
Updated : 18 May 2018, 04:22 AM

মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টার দিকে মারা যান সুমন।

গত ১২ মে সকালে ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে তারাবো পরিবহনের একটি বাসের চাপায় ৪০ বছর বয়সী সুমনের বাঁ পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়।

জাতীয় অর্থোপেডিকহাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় সুমনের অবস্থার অবনতি হলে ১৪ মে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।বৃহস্পতিবার রাতে সেখানেই মারা যান তিনি।

সুমনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুরে।  স্ত্রী ঝুমুর আক্তার আর দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি থাকতেন নারায়ণগঞ্জের সানারপাড়ে।

ওয়ারী থানার এসআই নুরুল ইসলাম জানান, তারাবো পরিবহনের ওই বাসের চালক ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন। 

ওই হানিফ ফ্লাইওভারেই বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় পড়েন ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন।

জুরাইনের বাসা থেকে পান্থপথের অফিসে আসার পথে ফ্লাইওভারে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন নাজিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।