যান্ত্রিক ত্রুটিতে বিমানের কলকাতা ফ্লাইটের ৯ ঘণ্টা দেরি

যান্ত্রিক সমস্যার কারণে চট্টগ্রাম থেকে বিমানের কলকাতাগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ের নয় ঘণ্টা পড়ে ছেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকও চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 10:59 AM
Updated : 15 May 2018, 01:52 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিজি ১৯১ ফ্লাইটটির মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলকাতা রওনা হয়েছিল।

কিন্তু ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে এটি ফিরে আসে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এই ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল, সেখান থেকে এটি ৭২ জন যাত্রী নিয়ে কলকাতার পথে ওড়ে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেসারাইজেশন সমস্যার কারণে এটি ফিরে আসে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা ৭টার দিকে এটি কলকাতার উদ্দেশে যাত্রা করে।”

যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা পিছিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিমানটির যাত্রীরা।

আজিম মোল্লা নামে এক যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীরা বসে থাকলেও বিমানের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। খাবারের প্যাকেটও দেওয়া হয় বিকাল ৪টার দিকে।