বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়: নির্বাচন কমিশনার শাহাদাত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তা সুনির্দিষ্ট নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 10:53 AM
Updated : 15 May 2018, 10:53 AM

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঙ্গলবার সকালে ভোট শুরুর পর আড়াই ঘণ্টার মাথায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন বলেন, “বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়। যাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা এজেন্ট কি না সেটাও দেখার বিষয়। পরিচয়পত্র না থাকলে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।”

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “একটি কেন্দ্র বন্ধ হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা।”

এই নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মঞ্জুর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

খুলনার চার লাখ ৯৩ হাজার ভোটার এ নির্বাচনের মাধ্যমে সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নেবেন।